• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে সবজি বীজসহ বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা প্রদান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ মে ২০২০  

টাঙ্গাইলে’র দেলদুয়া’রে করোনা ভাইরাসে কারণে নিম্ন আয়ে’র মানুষের পুষ্টি চাহিদা পূরণ্যের লক্ষে বিনামূ’ল্যে সবজি বীজ বিতর’ণ করা হয়েছে। শনিবার সকালে উপজে’লা পরিষদের হলরুমে এ সবজি বীজ বিতরণ করা হয়।

 

এ সময় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে ১ হাজার ৮৯৩ জন বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীসহ অন্যন্য ভাতা দেয়া হয়। এছাড়াও ৪২ জন আনসার সদস্যকে বিশেষ প্রনোদনা ভাতা দেয়া হয়।

পরে এমপি উপজেলার এলাসিন বাজারে করোনা ভাইরাসের কারণে ঘরেবন্দি দিনমজুর, চায়ের দোকান, ভ্যান চালকদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল