• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে মৎস্য খামারীদের মাঝে মৎস্য খাবার বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ মে ২০২০  

“নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিবর্ষে বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার প্রর্দশণী চাষীদের মাঝে মৎস্য খাবার বিতরণ করা হয়েছে ।

 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্য দপ্তরের অংশ এনটিপি-২ প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের প্রর্দশণী চাষীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয় । এতে উপজেলার আটটি ইউনিয়নের মোট ১৬ জন মৎস্য চাষীদের প্রত্যককে ৪০ কেজি হারে মাছের পোনা এবং ১০ বস্তা হারে মাছের খাাবার এবং একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে ।

 

মঙ্গলবার ১৯ মে দেলদুয়ার উপজেলা চত্বর প্রাঙ্গনে মৎস্য খাবার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা আওয়ামীলীগের সমবায় বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান আজাদ প্রমুখ ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল