• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে আধুনিক মেশিন কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা উদ্বোধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ মে ২০২০  

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা ধান কাটা জন্য আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে চলতি মৌসুমের বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার দুপুরে উপজেলার শানবাড়ি কলেজ মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় এমপি নিজে কম্বাইন হারভেস্টার মেশিন চালিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করেন।

 

উপজেলা কৃষি অফিসার শোয়েব মাহমুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, কম্বাইন হারভেস্টারের মালিক আব্দুর রাজ্জাক প্রমুখ।

 

এসময় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বলেন, কৃষকদের শ্রমিক সংকট ও অর্থ এবং সময় লাঘবের জন্য মেশিন এর মাধ্যমে ধান কাটা শুরু হয়েছে। পর্যাক্রমে প্রতিটি গ্রামেই এ কার্যক্রম করা হবে।

 

উপজেলা কৃষি বিভাগ বলেন, দেলদুয়ারে এখন পর্যন্ত ৪টি কম্বাইন হারভেস্টার ৫০ ভাগ ভর্তুকিতে প্রদান করা হয়েছে। এই ৪ টি মেশিন উপজেলার সকল জায়গাতে গিয়ে অর্ধেক মূল্য কৃষকদের ধান কেটে দিবে। আজ শনিবার থেকে এ কার্যক্রম শুরু হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল