• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ার ও নাগরপুরে করোনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

দেলদুয়ার ও নাগরপুরে উপজেলার স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে টাঙ্গাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল হক টিটুর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
 
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইউপি চেয়ারম্যান ও সংবাদকর্মীদের মাঝে ভাইরাস প্রতিরোধক মাক্স, গ্লাভস ও পিপিই বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার ভূমি রোজলিন শহীদ চৌধুরী, দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক, দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়া প্রমুখ।

বিকেলে সংসদ সদস্য আহসানুল হক টিটু নাগরপুর উপজেলা অডিটরিয়ামে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতাকর্মীদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে মতবিনিময় করেন। পরে তাদের মাঝেও ভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করেন।

এছাড়াও দুই উপজেলায় প্রায় শতাধিক কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আলোচনা সভায় সংসদ সদস্য আহসানুল হক টিটু বলেন, আমাদের সকলকে একত্রিত হয়ে জাতীয়ভাবে এই করোনা ভাইরাস প্রতিরোধ করতে হবে। অযথা বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নিজেরা সচেতন থাকলে নিজেদের পরিবারকে সুরক্ষিত করতে পারবেন। প্রত্যেকেই সামাজিক দুরত্ব বজায় রাখবেন। সেই সাথে সকলের কাছে অনুরোধ অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ করা যাবে না। কৃষি কাজের মাধ্যমে অর্থনৈতিক কমকান্ড চালু রাখতে হবে। সেই সাথে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিতে হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল