• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দায়িত্ব নিলো গোবিন্দগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১  

রংপুর বিভাগীয় কমিশনারের নিকট গতকাল ২৪ ফেব্রæয়ারি শপথ নেওয়ার পর আজ ২৫ ফেব্রæয়ারি বৃহস্পতিবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহন করেন। এরআগে মেয়র মুকিতুর রহমান রাফিসহ  পৌরসভার সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরগণের কর্মী সমর্থকগণ কে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের এবং সকল শহীদদের আত্মা মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করার পর গোবিন্দগঞ্জ পৌর কর্মকর্তা ও কর্মচারিদের আয়োজনে দায়িত্ব গ্রহন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   

 

পৌরসভার এ অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন নবনির্বাচিত মেয়র মুকিতুর রহমান রাফি , পৌরসভার  (১,৫ ও ৬নং ওয়ার্ড) মোছাঃ সুইটি বেগম, (২,৩ ও ৪নং ওয়ার্ড), মোছাঃ জহুরা বেগম।(৭,৮ এবং ৯ নং ওয়ার্ড)  মোছা শাহানারা বেগম জবা। ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু , ২নং ওয়ার্ড মোঃ মিজানুর রহমান রিপন,৩নং ওয়ার্ড মোঃমাজেদুল ইসলাম,৪নং ওয়ার্ড মোঃ মোখলেছুর রহমান,৫নং ওয়ার্ডে মোঃ শাহীন আকন্দ, ৬নং ওয়ার্ড রিমন কুমার তালুকদার, ৭নং ওয়ার্ডে  আনারুল ইসলাম আন্টু, ছামছ উদ্দীন সরকার ভেলা ৮নং ওয়ার্ড, ৯নং ওয়ার্ডে  মাসুদ রানা বাপ্পী ।  এসময় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিরাসহ নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের কর্মী সমর্থকগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

 

উল্লেখ্য, তৃতীয় ধাপে গত ৩০ জানুয়ারি গোবিন্দগঞ্জ  পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গোবিন্দগঞ্জ স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান রাফিসহ কাউন্সিলরগণ পরবর্তী পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত হয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল