• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

ঢাকা-বঙ্গবন্ধুসেতু-ঢাকা কমিউটার ট্রেনের যাত্রা শুরু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা-বঙ্গবন্ধুসেতু(পূর্ব)-ঢাকা রুটে টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা-টাঙ্গাইল রুটে কমিউটার ট্রেন সার্ভিস চালু করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন টাঙ্গাইলবাসী।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কমলাপুর রেল স্টেশন থেকে টাঙ্গাইল জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত কমিউটার ট্রেন সার্ভিস এর শুভ উদ্বোধন করেছেন রেল মন্ত্রী মজিবুল হক। পরে রাত ৮টায় টাঙ্গাইল ঘারিন্দা রেল ষ্টেশনে এসে কমিউটার ট্রেনটি পৌঁছায়। টাঙ্গাইল-৫(সদর) আসনের সাংসদ আলহাজ্ব ছানোয়ার হোসেন ট্রেনের প্রথম যাত্রী হয়ে কমলাপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত আসেন। এসময় ‘ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন চাই’ আন্দোলনের সাথে জড়িত নেতৃবৃন্দ সাংসদের সঙ্গী হন। পরে ট্রেনটি বঙ্গবন্ধুসেতু(পূর্ব) স্টেশনের দিকে ছেড়ে যায়।

সকাল থেকে সারাদিনই ঘারিন্দা স্টেশনে উসুক সাধারণ মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। বিকেল থেকে সকল শ্রেণির মানুষের ঢল নামে ঘারিন্দা রেল স্টেশনে। তিল ধারনের জায়গা ছিল না স্টেশনে। প্রাইভেট কার, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজিবাইক, এমনকি অনেকে শহর থেকে পাঁয়ে হেঁটেও এসেছিলেন স্বপ্নের ট্রেনটিকে একনজর দেখার জন্য।

এসময় ঘারিন্দা রেল স্টেশনে উসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। কেউ বাঁশি বাজিয়ে, ফানুস উড়িয়ে, আতশবাজি পুড়িয়ে আনন্দ করতে থাকে। বাঁধ ভাঙা উল্লাস যেন থামতেই চায় না।

পরে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের হাতে ট্রেনের একটি প্রতীকী চাবি তুলে দেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান(ছোট মনির)। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান আনসারী, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বাস-কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনি) প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঘারিন্দা রেল স্টেশন কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, ‘টাঙ্গাইল কমিউটার’ নামের ওই ট্রেনে মোট ৯টি বগি রয়েছে। প্রতিদিন এক সাথে প্রায় ৬’শ যাত্রী যাতায়াত করতে পারবে। টাঙ্গাইল থেকে ঢাকার ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা।

উল্লেখ্য, ২০১২ সালের ৩০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশনের(বঙ্গবন্ধুসেতু পূর্ব) পাশে এক জনসভায় টাঙ্গাইলে কমিউটার ট্রেন দেয়ার প্রতিশ্রুতি দেন। সে প্রতিশ্রুতি বাস্তবায়নে বৃহস্পতিবার(৮ নভেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে রেল মন্ত্রী মজিবুল হক ঢাকা-বঙ্গবন্ধুসেতু(পূর্ব)-ঢাকা কমিউটার ট্রেন সার্ভিস চালু করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল