• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টিকা নিলেন ধনবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান জেব-উন নাহার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১  

সমগ্র দেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কোভিড-১৯ ভ্যাকসিন মানুষের মাঝে প্রয়োগ শুরু হয়েছে। মঙ্গলবার (০৯ জানুয়ারী) বেলা ১২ টায় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা প্রদান করা হয়।

এসময় কোভিড-১৯ এর টিকা গ্রহণ করে ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন-নাহার লিনা বকল।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ সেলিম আলদ্বীন, স্বাস্থ্য পরিদর্শক মো. মসজিলুর রহমান,স্যানিটারি ইন্সপেক্টর আল্পনা রাণী বর্ধন প্রমূখ।
 
উল্লেখ,ধনবাড়ী উপজেলায় ৩টি বুথে সাবেক ও বর্তমান তিন স্বাস্থ্য কর্মীকে টিকা দানের মধ্য দিয়ে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
 
এখন পর্যন্ত এ উপজেলায় ৫ হাজার ডোজ টিক এসেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহানাজ সুলতানা নির্ভয়ে সর্ব সাধারণকে করোনাভাইসের টিকা নিতে আহবান জানিয়েছেন।

টাঙ্গাইলে মঙ্গলবার সবগুলো উপজেলার মোট ১৯১৪ জনকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়েছে বলে জানা যায়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল