• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টিকা কার্যক্রমকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে: পলক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২১  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সঠিকভাবে টিকা প্রদানের জন্য পুরো ভ্যাকসিন কার্যক্রমকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে।
শনিবার দুপুরে নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে গোল-ই আফরোজ কলেজের ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, সম্মুখ যোদ্ধারা ছাড়া ৫৫ বছরের নিচে কোনো মানুষ আইসিটি মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন না। তবে ৫৫ বছরের নিচে সম্মুখ যোদ্ধাদের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলে আইসিটি মন্ত্রণালয় তাদের রেজিস্ট্রেশন আগেই সম্পূর্ণ করে রাখবে।

এসময় ৫৫ বছরের নিচে সম্মুখ যোদ্ধাদের স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধও করেন আইসিটি প্রতিমন্ত্রী।

স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের কেন্দ্রীয়ভাবে তালিকা না পাঠানো হলে স্ব-স্ব জেলার স্বাস্থ্য বিভাগে তালিকা প্রদানের অনুরোধ জানান পলক।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল