• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি চাই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮  

টাঙ্গাইল জেলার সর্ব উত্তরে অবস্থিত একটি উপজেলা হচ্ছে ধনবাড়ী উপজেলা। এ উপজেলা থেকে ঢাকায় চলাচলের রয়েছে একটি বাস কাউন্টার। যে কাউন্টার থেকে প্রতিদিন ২০-৩০ মিনিট পরপর ঢাকার উদ্দেশ্যে অনেক বাস ছেড়ে যায়। ধনবাড়ী, দিকপাইত, কেন্দুয়া, ভাইঘাট, সরিষাবাড়ীর পূর্বাঞ্চল, নল্লাবাজার এলাকাগুলোর মানুষের চলাচলের একমাত্র ভরসা হচ্ছে ধনবাড়ী বাসস্ট্যান্ড। প্রতিদিন এই বাসস্ট্যান্ডে অবস্থানরত থাকেন প্রচুর যাত্রী। তা ছাড়া ঐতিহ্যবাহী ধনবাড়ী নওয়াব মঞ্জিলে অনেক দর্শনার্থী প্রতিদিন ভিড় জমান। এখানে রয়েছে অত্যন্ত চমকপ্রদ, দৃষ্টিনন্দন মার্বেল পাথরের তৈরী মসজিদ, যা দেখতে আসে প্রতিদিন শত শত মানুষ। আজ থেকে প্রায় পাঁচ-ছয় বছর আগে এই বাসস্ট্যান্ডে ছিল অতি পূরোনো বেশ কিছু কড়ই গাছ। যার ছায়াতলে আশ্রয় নিতেন যাত্রীরা। বর্তমানে সেখানে কড়ইগাছ গুলো না থাকায় যাত্রীদের খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়। যা অত্যন্ত কষ্টদায়ক। সেই সঙ্গে শিশুদের নিয়ে দাঁড়িয়ে থাকাটা আরও একটু কষ্টকর। এই বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি খুব প্রয়োজন। তাই ধনবাড়ী বাসস্ট্যান্ডে দুটি ছাউনি(অন্তত একটি) স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনিতভাবে অনুরোধ করছি।

 

মুন্নাফ হোসেন

সহকারী শিক্ষক, মমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,

ধনবাড়ী, টাঙ্গাইল।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল