• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলের গৌড় ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিককে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

মেয়াদহীন ঘি রাখায় টাঙ্গাইল পৌর এলাকার গৌড় ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ ২৪ জুলাই শনিবার দুপুরে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ খায়রুল ইসলাম জানান, আজ টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে গৌর ঘোষ দধি ভান্ডারে দেখা যায় ঘিয়ের বোতলগুলোতে উৎপাদনের তারিখ লেখা না থাকলেও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা রয়েছে উৎপাদনের ১ বছর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লংঘন করায় ওই দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানে সর্বমোট ষাট কৌটা ঘি জব্দ করা হয়। জব্দকৃত ঘি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাক্ষীদের সম্মুখে বিনষ্ট করা হয়েছে। এসময় র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল