• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলের ক্যান্সার রোগীরা পেল সরকারের আর্থিক অনুদান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০  

টাঙ্গাইলে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যান্সার রোগীদের চেক ও হিজড়াদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ডিসি মো. শহীদুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে সরকালি শিশু পরিবার বালিকা মিলনায়তনে এসব বিতরণ করা হয়। 

এ সময় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড ও থ্যালাসোমিয়ার আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে ২৩২ জনকে ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান দেয়া হয়। এছাড়াও ৫০ জন হিজড়া প্রশিক্ষণার্থীদের মাঝে শেলাই মেশিন, সনদপত্র এবং প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. আনিসুর রহমান প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল