• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২০  

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিনব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।


 
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।

উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, , কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমূখ।


 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ। মেলায় ১৩ টি স্টল স্থান পায়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল