• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে পৌর প্রশাসনের মতবিনিময়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলার কর্মসূচি নিয়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে টাঙ্গাইল পৌরসভা।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ মতবিনিময় সভায় টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ও মোকাবেলার লক্ষে টাঙ্গাইল পৌরসভা কর্তৃক নিম্নলিখিত বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচিতে রয়েছে নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে পৌর এলাকায় জনগনকে সচেতন করার জন্য মাইকিং করা। সচেতনতামূলক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন মসজিদে, রাস্তাঘাটে, দোকানে লিফলেট বিতরন করেন।

কাউন্সিলররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধের করনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পৌর এলাকায় প্রতিটি মসজিদ ও মন্দিরে সাবান, মাক্স বিতরন করেন। মসজিদে মসজিদে জুমার নামাজের আগে খুদবার সময় ঈমাম কর্তৃক বয়ান করা হয়। পৌর এলাকায় ৩৩টি জনগুরুত্বপূর্ন স্থানে সবান দিয়ে হাত ধোয়ার জন্য ৮০টি বেসিন বসানো হয়েছে। বিদেশ ফেরত লোকদের চিহ্নিত করে এই বাড়ীটি হোম কোয়ারেন্টাইন এর আওতায় লেখা সম্বলিত স্টিকার লাগানো হয়। পৌরসভা কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান সংগ্রহের বিষয়ে হেল্প ডেক্স বসানোসহ আরো বিভিন্ন ধরনের কর্মসূচী হাতে নিয়েছেন পৌর প্রশাসন।

আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান স্বপনসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল