• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:

টাঙ্গাইলে শুরু হয়েছে ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম: জামিন পেলো ৫৬

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ মে ২০২০  

টাঙ্গাইলে ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়েছে। গত ২৭ মে বুধবার ভার্চ্যুয়াল আদালতের প্রথম দিন জেলা ও দায়রা জজ আদালত থেকে ২১টি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৩৫টি মামলার আসামিরা জামিন পেয়েছেন।

 

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরীর ভার্চ্যুয়াল আদালতে ২৫টি মামলার জামিন আবেদন করেন আইনজীবীরা। এর মধ্যে ২১টি মামলার আসামিরা জামিন লাভ করেছেন। তিনটি মামলায় জামিন আবেদন খারিজ করা হয়েছে এবং একটি মামলা আদেশের জন্য রাখা হয়েছে।

 

অপরদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল কবির এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রূপম কুমার দাস ও আকরাম হোসেনের আদালতে ৭০টি মামলার শুনানি হয়। ভার্চ্যুয়াল এই তিন আদালত থেকে ৩৫টি মামলার আসামিরা জামিন লাভ করেন।

 

পিপি এস আকবর খান আরও জানান, দীর্ঘ দুই মাস পর ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালিত হলো। ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম চলবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল