• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে শুরু হলো বিসিক শিল্প মেলা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক শিল্প মেলা, ক্রেতা বিক্রেতা সম্মেলন ও পণ্য প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও বিসিক টাঙ্গাইলের যৌথ উদ্যোগে এ মেলা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।


 
টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ আসনের  সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, বিসিক (বিপণন, নকশা ও কারুশিল্প) এর পরিচালক ও যুগ্ম-সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিএসবি) শফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খান শুভ, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি প্রমুখ।

এ সময় বিসিক কমর্র্কতা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন পণ্যের অর্ধশতাধিক স্টল স্থান পেয়েছে। এর আগে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল