• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২০  

যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।

টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছানোয়ার হোসেন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনতা।

সরকারি-বেসরকারিভাবে দিনব্যাপী সারা জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রযেছে, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-প্রার্থনা, প্রভাত ফেরি, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষার গানের প্রতিযোগিতা, আলোচনা সভা, সম্মননা প্রদান, আমার মাতৃভাষা শীর্ষক প্রামান্যচিত্র প্রদর্শনসহ নানা আয়োজন। সর্বস্তরের জনগণ এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল