• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

টাঙ্গাইলে মাদক নিয়ন্ত্রণ রাখতে গতকাল সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যার পরে শহরের কান্দাপাড়া মুচি পট্টির কয়েকটি বাড়ীতে অভিযান পরিচালনা করেছে সদর থানা পুলিশ।

সদর থানার ওসি মীর মোশারফ হোসেনের নির্দেশে, ওসি অপারেশন সাদিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করে আনুমানিক ৪০০ লিটার বাংলা মদ উদ্ধার করে পানি মিশিয়ে মাটির নিচে পুতে দেয়।

পুলিশ জানায়, টাঙ্গাইল কান্দাপাড়া মুচি পট্রিতে কৌশলে তারা মদ তৈরি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে।

টাংগাইল শহরবাসীর দাবি যারা এই মদ বানিয়ে বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এরাই যুব সমাজকে ধংসের পথে নিয়ে যাচ্ছে।

অন্য কারো কাছে মদ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি অপারেশন সাদিকুর রহমান জানান। তিনি আরও জানান আমাদের এই অভিযান চলমান থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল