• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে ভুমি ও গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১  

মুজিব বর্ষ উপলক্ষে ২৩ জানুয়ারী শনিবার প্রথম পর্যায়ে টাঙ্গাইলের ১২টি উপজেলার ৬১৩ জন ভুমিহীন ও গৃহহীনদের মাঝে কবুলিয়ত দলিলসহ নব-নির্মিত বাসগৃহ হস্তান্তর করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।


টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে উপকারভোগীদের হাতে বাসগৃহের কবুলিয়াত দলিল তুলে দেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গণি, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।


অন্যান্য উপজেলাগুলোতেও সংসদ সদস্য, সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ বাসগৃহের কবুলিয়াত দলিল উপকারভোগীদের হাতে তুলে দেন।


উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে জেলার ১২টি উপজেলায় সরকারীভাবে ১১৭৪টি ঘর এবং ধন্যাঢ্য ব্যক্তিদের অর্থায়নে আরো ১০০টি ঘর নির্মান করা হচ্ছে। আজ ২৩ জানুয়ারী প্রথম পর্যায়ে ৬১৩টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হলো।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল