• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে পিঠা উৎসব অনুষ্ঠানে মিলনমেলা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

টাঙ্গাইল গ্রাম বাংলার ঐতিয্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন স্কুল এন্ড কলেজের উদ্যোগে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে শত শত নারী পুরুশ আর শিশুদের এক মিলন মেলায় পরিনত হয়। পিঠার বিভিন্ন স্টলে ক্রেতা-বিক্রেতার পদচারনায় মুখরিত হয়ে উঠে শহীদ স্মৃতি পৌর উদ্যান। অর্ধশত পিঠার স্টলে গ্রাম বাংলার ঐতিয্য বাহারি পিঠার পশরা সাজায় আয়োজকরা।


 
পিঠা উৎসের পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ছানোয়ার হোসেন। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন।

এর আগে সকালে দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল