• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
আমাদের সকল প্রাপ্তির দ্বার উন্মোচন করে গেছে মুজিব নগর সরকার অস্ট্রেড কমিশনার মনিকা কেনেডিকে ইউসিবি বাংলাদেশের অভ্যর্থনা ইসলামপুরে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে যে নির্দেশনাগুলো দিলো স্বাস্থ্য অধিদফতর বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে সই হবে ৫ চুক্তি ও সমঝোতা বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের তাগিদ আমরা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি: শেখ হাসিনা যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব বাঁচত

টাঙ্গাইলে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ২ দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার (১৯ এপ্রিল) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলাম (৫) বগুড়ার সোনাতলা এলাকার ফজলুল হকের ছেলে। এ ঘটনায় নিহত শিশুর মা রত্না বেগম (২৫) এখনও নিখোঁজ রয়েছে। এর আগে এ ঘটনায় শনিবার (১৮ এপ্রিল) দুপুরে অলিফা (২২) নামের এক গামেন্সকর্মীর লাশ উদ্ধার করা হয়।

 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ভুঞাপুরে বঙ্গবন্ধু সেতুর কাছে নৌকা ডুবির ঘটনা ঘটে। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে উদ্ধার অভিযান নামে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

 

জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় পুলিশের চেকপোস্টের কারণে সেতুর উপর দিয়ে যানবাহন পারাপার না হতে পেরে বিকল্প পন্থায় টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাযোগে নদীর অপর পাড় সিরাজগঞ্জে যাচ্ছিল।

 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে যমুনা নদীতে নির্মিত বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে প্রায় ১৫ জন মানুষ একটি নৌকা নিয়ে যাচ্ছিল। এ সময় অতিরিক্ত ঢেউের কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ১২ জন সাঁতরিয়ে পাড়ে উঠে আসে। এতে নিখোঁজ হয় তিনজন।

 

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, নৌকা ডুবির ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে সিরাজগঞ্জের ভেলুর চর, বেলকুচি এলাকা থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে মোট দুইজনের লাশ উদ্ধার করা হলো। তিনি আরো বলেন, পরে লাশ হস্তান্তর করা হয়। নিহতের দাফনের সকল খরচ আমার নিজ্বস অর্থায়নে করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল