• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে জেলা করোনা ট্রাস্ট ফোর্সের আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ জুন ২০২০  

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলে জেলা করোনা ট্রাস্ট ফোর্সের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।

 

জেলা করোনা ট্রাস্ট ফোর্সের সভাপতি ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুল আমিন মিঞা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সদর উদ্দিন, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আল-আমীন মো. নুরুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শফিকুল ইসলাম সজীব, গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডা. রেহেনা পারভীন প্রমুখ।

 

সভায় আগামী এক সপ্তাহের মধ্যে পিসিআর ল্যাব বসানো, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউ ইউনিট এবং বিশেষ অপারেশন থিয়েটার চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল