• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে পুলিশের ব্যাপক নিরাপত্তা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

সনাতন ধমাবলম্বীদের ধমীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ । 

 

টাঙ্গাইল জেলা পুলিশ আরও জানান, জন্মাষ্টমী শোভাযাত্রায় ব্যাগ, পোটলা ও সাউন্ড সিস্টেম নিয়ে অংশগ্রহণ করা যাবে না। শোভাযাত্রা চলাকালীন রাস্তা সংলগ্ন রুফটপ ডিউটি জোরদার করতে হবে, কোনো অবাঞ্ছিত ব্যক্তিকে শোভাযাত্রায় প্রবেশ করতে দেওয়া যাবে না। বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রায় আসা ট্রাক ও পিকআপকে সুইপিং করা হবে। শোভাযাত্রার নিশ্ছিদ্র নিরাপত্তায় সামনে-পেছনে ও পাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

 

এই উদযাপনকে সামনে রেখে পুলিশ বাড়তি নিরপত্তাসহ, টহল, গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে। প্রতিটি মন্দিরে পুলিশের টিম কাজ করছে। 

 

কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে পুলিশ শক্ত অবস্থানে রয়েছে। একই সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে বার বার যোগাযোগ করা হচ্ছে। 

 

আগামী শুক্রবার (২৩ আগস্ট) উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমীর সর্ববৃহৎ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল