• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে করোনা প্রতিরোধে র‌্যাবের নানা উদ্যোগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে ও জনগণকে সচেতন করতে নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সকালে র‌্যাব সদস্যরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে পথচারীদের হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা করেন। যারা মাক্স ছাড়া চলাফেরা করছিল র‌্যাব সদস্যরা তাদের মাক্স পরিয়ে দেন এবং রাস্তায় চলাচলকারী অটো-রিক্সা ও রিক্সায় জীবানু নাশক স্প্রে করে। এছাড়া মানুষের মাঝে সচেতনতাবৃদ্ধির লক্ষে করোনা ভাইরাস থেকে কিভাবে মুক্ত থাকা যায় তা মাইকে প্রচার করেন।
অপর দিকে সদর উপজোল নির্বাহী কর্মকর্তা সেনা সদস্যদের নিয়ে শহরের প্রধান বাজার পার্কবাজার পরিদর্শন করেন। এসময় তারা বাজারে নির্দিষ্ট দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা তার খোঁজ খবর নেন। সেই সাথে সামাজিক দূরত্ব বজায়ে রাখার জন্য জনগনকে সচেতন করেন। এ সময় সেনা সদস্যরা হ্যান্ড মাইকে করোনা প্রতিরোধে করনীয় প্রচার চালান।

এসময় উস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সৈয়দ প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল