• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে এসএসসি ব্যাচ-১৯৯৭ এর মিলন মেলা অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ মার্চ ২০২১  

বন্ধুত্ব বন্ধনে শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে এসএসসি ব্যাচ-১৯৯৭ এর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৫ মার্চ) টাঙ্গাইলের সোল পার্কে দিনব্যাপী এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

‘বন্ধু’ শব্দটা ছোট হলেও এর পরিধি এতটাই বিস্তৃত যে পরিমাপ করার সাধ্য কারো নেই। তারপরও ছোট পরিসরে বলতে গেলে বন্ধু মানেই আত্মার টান, ভালোবাসার বন্ধন, হৃদয়ের স্পর্শ, একে অন্যের ছায়া, বড় রকমের ভরসার জায়গা।
 
এসএসসি-৯৭ ব্যাচের প্রয়াত বন্ধুরা, এই ব্যাচের সকলের বাবামা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়ার মাধ্যমে শুক্রবার সকালে দিনব্যাপী এই অনুষ্ঠানমালা শুরু হয়। পরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে নানান আয়োজন উপভোগ করেন উপস্থিতরা।

শুক্রবার দিনব্যাপী চলে আগত বন্ধুদের স্মৃতিচারণমুলক বক্তব্য। এ সময় নানান স্মৃতি তুলে ধরতে গিয়ে অনেকে আবেগতাড়িত হয়ে যান। সে সময় বক্তারা তাদের শিক্ষকদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিলন মেলা উদযাপন কমিটির আহবায়ক আহসান হাবিব তারেক। বক্তব্য রাখেন কমিটির যুগ্ন আহব্বায়ক সুলতান মাহমুদ, এনামুল হক সম্রাট, সুলতান রনি, ইমরুল কায়েস রাজীব প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে ঘাটাইলের বন্ধু ইমরুল কায়েস রাজীব বলেন, অনেকদিন পর আমরা স্কুলের বন্ধুরা মিলিত হয়েছি আত্মার টানে। বাস্তবতায় আমরা বিভিন্ন দিকে ব্যস্ত থাকি, সবার সাথে মিলিত হওয়ার সুযোগ খুব একটা আসে না। তাই সবার সান্নিধ্য পেয়ে ভালো লাগছে। আশা করি প্রতি বছর আমরা এমন মিলনমেলার আয়োজন করতে পারবো।

এসএসসি-৯৭ ব্যাচের আরেক কৃতি শিক্ষার্থী শফিউল বাশার বলেন, দীর্ঘদিন পর সবাই একত্রিত হয়েছি। স্কুল জীবনকে ঘিরে বন্ধু-বান্ধবীদের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে। সবাইকে একসাথে পেয়ে ভালো লাগছে।

মিলন মেলার উদযাপন কমিটির আহবায়ক আহসান হাবিব তারেক বলেন, আমরা আজ সব বন্ধুরা মিলে এত বড় একটা মিলন মেলার আয়োজন করতে পেরে আনন্দিত। সব বন্ধরা যদি আন্তরিক থাকে তাহলে  প্রতি বছরই এরকম অনুষ্ঠান করতে পারবো বলে মনে করি।

আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল খেলাধুলা, কবিতা আবৃতি, র‌্যাফেল ড্র, পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। এছাড়া আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে চলে সঙ্গীতানুষ্ঠান। 

পরে মহা মিলন মেলার বেদনাবিধুর পরিসমাপ্তি ঘটে।

টাঙ্গাইলে শুক্রবারের এসএসসি- ৯৭ মহা মিলন মেলায় টাঙ্গাইল জেলার সকল উপজেলা থেকেই বন্ধুরা অংশ নেয়। এছাড়াও ঢাকা, সিরাজগঞ্জ, ধামরাই, ময়মনসিংহ, জামালপুর ইত্যাদি এলাকা থেকেও বন্ধুরা অংশ নেয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল