• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে এএসপি শিপন হত্যাকারীদের বিচার দাবীতে মানববন্ধন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩ ব্যাচের প্রাণ রসায়ন বিভাগের মেধাবী ছাত্র এবং ৩১তম বিসিএস-এর সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহীদ মিনারের সামনে জাহাঙ্গীরনগর পরিবার টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর পরিবার টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. এমরান, সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবু রাসেল মো. সাইম, কোষাধক্ষ মো. সোলাইমান হোসেন প্রমুখ।

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা অবিলম্বে পুলিশের এএসপি আনিসুল করিম শিপন হত্যায় জড়িতদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ঢাকার আদাবরে মাইন্ড এইড হাসপাতালে স্টাফদের নির্যাতনে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনের মৃত্যু হয়। নিহত পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ৩১তম বিসিএসে পুলিশে যোগ দেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল