• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইল-৪ এ ১৯’শ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করেছেন সোহেল হাজারী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

টাঙ্গাইল-৪ এ  ১৯’শ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করেছেন সোহেল হাজারী

টাঙ্গাইল-৪ এ ১৯’শ কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করেছেন সোহেল হাজারী

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি ও ১১তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত  আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারীর শপথ গ্রহনের ১৯ মাসে কালিহাতীতে ১৯’শ কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। উন্নয়নের মাধ্যমে ১৯ মাসেই জনগণের মনে নিজের স্থান করে নিয়েছেন তিনি।

গত উপ-নির্বাচনে প্রতিশ্রুতি  দিয়েছিলেন এমপির পিছে জনগণ ঘুরবে না, এমপি ঘুরবে জনগণের পিছে। তার প্রতিশ্রুতি রক্ষার সুফল পেয়েছে কালিহাতীবাসী। ওই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে সোহেল হাজারীকে পুনরায় এমপি হিসেবে দেখতে চায় কালিহাতীর সাধারণ ভোটার ও তৃণমূল নেতা কর্মীরা ।

জানা গেছে, এমপি সোহেল হাজারী প্রতি মাসে ২০-২২ দিন কালিহাতীতে সময় দেন। তিনি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে লুঙ্গি পড়িহিত অবস্থায় বেড়িয়ে যান উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে তৃণমূল নেতা কর্মীদের সাথে দেখা করে তাদের এলাকার সমস্যার কথা শুনতে। চা স্টলে বসে সাধারণের সাথে চা পান করতে দেখা যায় এমপি সোহেল হাজারীকে। যখন তিনি যে এলাকায় যান ওই এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন। যে সমস্যা তাৎক্ষণিকভাবে করা যায় সেইটা তাৎক্ষণিক সমাধান দেন আর যে সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সম্ভব নয় তা লিপিবদ্ধ করে রাখেন। ওই তালিকা অনুযায়ী মহান জাতীয় সংসদের মাধ্যমে সামাধান করে থাকেন।

ইতিমধ্যেই কালিহাতীর জনগণ উন্নয়নের সুফল পেতে শুরু করেছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কালিহাতীর চরাঞ্চল হিসেবে খ্যাত জোকারচরে ১’শ কোটি টাকা ব্যায়ে জোকারচর ব্রিজ, সল্লা ব্রিজ, কোদালদহ ব্রিজ, মরিচা ব্রিজ, বগা ব্রিজ, কোকডহরা ব্রীজের কাজ কোনটা সম্পন্ন হয়েছে, কোনটা চলমান, কোনটা অনুমোদন হয়েছে। এছাড়াও এলজিইডির ৫০ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ চলমান। এলেঙ্গা-ভূঞাপুর সড়কে ১০টি ব্রিজ অনুমোদন হয়েছে। তাছাড়াও রাস্তা প্রশস্ত করণ মেইনটেনেন্সের কাজ প্রক্রিয়াধিন রয়েছে। এছাড়াও এলজিইডির ৫’শ কোটি টাকার কাজ চলমান রয়েছে। কালিহাতী ফায়ার স্টেশন স্থাপন করা হয়েছে। এলেঙ্গা ফায়ার স্টেশন প্রক্রিয়াধীন রয়েছ।

কালিহাতী মুক্তিযোদ্ধা ভবনের কাজ সম্পন্ন হয়েছে। ২’শ তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের কাজ চলমান রয়েছে। কালিহাতী চরাঞ্চলের নদী ভাঙ্গন রোধে ৩’শ কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। চরাঞ্চলসহ উপজেলার প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করেছে। সব মিলিয়ে ১৯’শ কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে উপজেলার বিভিন্ন অঞ্চলে।।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে নির্বাচনী এলাকার তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। শপথ গ্রহনের পর থেকেই সংসদের কাজ ব্যতিত বাকী সময় এলাকার জনগণের দুঃখ, দূর্দশা, সমস্যা ও সমাধানের পথ খুঁজে বেড়িয়েছেন উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে তৃণমূল নেতা কর্মীদের সাথে। এমপি সোহেল হাজারী তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের হৃদয়ে ভাই হিসেবে স্থান করে নিয়েছেন। এ বিষয়ে কথা হয় ইত্যাদি খ্যাত প্রজন্ম প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আকবর আলী আশার সাথে। তিনি এমপি সোহেল হাজারী সম্পর্কে বলেন, “আমি কিছুদিন আগে এমপি সোহেল হাজারীর কাছে আমার স্কুল বিষয়ক একটি কাজ নিয়ে যাই।

আমি উনাকে স্যার বলাতে উনি বললেন, আমি আপনার স্যার নই আমি আপনার ভাই। আপনি আমাকে ভাই বলে ডাকলে আমি খুশি হবো।তিনি আমার স্কুলের সমস্যার দ্রুত সমাধান করে দেন। যা ইতিপূর্বে কোন এমপি/ মন্ত্রীর সামনে গিয়ে আমার মত সাধারণ মানুষ সরাসরি বলতে পারিনি। শুধু আমি নই, আমার মত কালিহাতীর প্রতিটা সাধারণ মানুষ এমপির কাছে যেতে পারেন। আমি এমপি মহোদয়কে স্যালুট জানাই। বাংলার প্রতিটি আসনে যেন এমপি সোহেল হাজারীর মত প্রতিনিধি জন্ম নেন।

টাঙ্গাইল-৪ আসনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে জানা যায়, সোহেল হাজারী এতটাই জনপ্রিয় যে, ৩০ তারিখের নির্বাচনে তার সাথে প্রতিযোগিতা করার মত কোন প্রতিদ্বন্ধীই নেই। নির্ধিধায় তিনি একাদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হবেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল