• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইল সদরে মামা ভাগ্নে বেকারীতে ২০ টাকা জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ মে ২০২১  

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, টাঙ্গাইল জেলা প্রশাসকের সহযোগিতায় টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল অালম রিজভী জেলার সদর উপজেলার টাঙ্গাইল সদর উপজেলায় অালেয়া ভবানি নামক বাজরের মামা ভগ্নে বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। 

তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অাইন, ২০০৯ অনুযায়ি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুুতের অপরাধে প্রতিষ্ঠানটিকে প্রশাসনিক ব্যবস্থায় ২০,০০০/- জরিমানা অারোপ ও অাদায় করা হয়।

এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের স্বাস্হ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

তাছাড়া মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ত্ব বজায় রাখা, জনসমাগম সৃষ্টি না করাসহ সরকারের নির্দেশাবলি মেনে চলার অনুরোধ করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল