• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইল শহর ছাত্রলীগ স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছেন কৃষকের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০  

বাংলাদেশ সরকারের কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে কৃষকদের পাকা ধান কেটে দিচ্ছেন টাঙ্গাইল শহর ছাত্রলীগের নেতা-কর্মীরা।

 

মঙ্গলবার (২১ এ্রপ্রিল) সকালে শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীল ও সাধারন সম্পাদক কায়নার হাসান পাপ্পুর নেতৃত্বে নেতা-কর্মীরা টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা, বড়লিয়া এবং সুরুজ গ্রামে গিয়ে কৃষকদের সাথে নিয়ে জমির পাকা বোরো ধান কেটে দেয়। 

 

এছাড়াও ছাত্রলীগের নেতা-কর্মীরা কাটা ধান কৃষকের বাড়িতে পৌছে দেন। 

 

শহর ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক জানান, সারাদেশে চলছে করোনা ভাইরাসের সংক্রমন। এই সংক্রমন প্রতিরোধে চলছে লকডাউন। শ্রমিক সংকটের কারনে কৃষকরাও জমির পাকা ধান কাটতে পারছেন না। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব দিয়েছেন। তিনি ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিতে। প্রধানমন্ত্রীর এ আহবানে সাড়া দিয়ে আমরা এগিয়ে এসেছি। যে কৃষক আমাদের ধান কেটে দিতে বলবে আমরা তার জমিতে গিয়ে ধান কেটে দিয়ে আসবো।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল