• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইল রেল ষ্টেশনে আরেকটি প্লাটফরম চাই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

টাঙ্গাইল রেল ষ্টেশনে আরেকটি প্লাটফরম চাই

টাঙ্গাইল রেল ষ্টেশনে আরেকটি প্লাটফরম চাই

যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান সরকার যোগাযোগব্যবস্থা কে গুরুত্বের সাথে নিয়েছেন।  

ঢাকার পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল। উওরবঙ্গ টু ঢাকার সব গুলো ট্রেন এ ষ্টেশনের উপর দিয়ে চলাচল করে থাকে।

 প্রতিদিন ৪ থেকে ৫ টি ট্রেনের সাথে মুখোমুখি হতে হয় টাঙ্গাইল ষ্টেশনে।  

যোগাযোগব্যবস্থা উন্নতির সাথে সাথে টাঙ্গাইল রেলওয়ে ষ্টশনের গুরুত্বও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  

এ গুরুত্বপূর্ণ ষ্টশনে একটি মাএ প্লাটফরম থাকায় দুইটি ট্রেনের যখনি কচিং করানো হয় তখনি যাএী দুর্ঘটনা সংগঠিত হতে নেয়।   

টাঙ্গাইল বাসীর চাওয়া গুরুত্বপূর্ণ ষ্টশনের পূর্ব পাশে আর একটি প্লাটফরম তৈরি করা হোক।  

কর্তৃপক্ষ গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করবে বলে আশা করি।  

রাশেদ ইবনে কোরবান।
টাংগাইল

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল