• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সমগ্র বিশ্বে আত্মমর্যাদাশীল একটি জাতি : স্পিকার ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ চীনের সঙ্গে রাজনৈতিক-অফিসিয়াল যোগাযোগ বাড়াতে প্রস্তুত বাংলাদেশ হাঙ্গেরির প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয় বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত অস্ট্রেলিয়া বাংলা নববর্ষ উদযাপনে মানতে হবে ১৩ নির্দেশনা পদ্মাসেতুর নির্মাণশৈলী দেখে মুগ্ধ ভুটানের রাজা অ্যানেসথেসিয়াজনিত দুর্ঘটনা প্রতিরোধে মন্ত্রণালয়ের ৬ দফা নির্দেশনা

টাঙ্গাইল ডিসি লেক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১  

টাঙ্গাইল শহরের কোর্ট চত্বর ডিসি লেক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযান পরিচালনা করেন-টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। এসময় লেকের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম বলেন, টাঙ্গাইল শহরসহ সদর উপজেলার বিভিন্ন খাস জমিসহ সরকারি জমি উদ্ধার পরিচালনা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) নির্দেশে ডিস্ট্রিক্ট লেকের পাশে যে সকল অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। তা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।
 
তিনি বলেন, এখানে রয়েছে জজ কোর্ট, ডিসি অফিস, সার্কিট হাউজ, হ্যালি প্যাড এবং পাশেই রয়েছে লেক। যা সৌন্দর্য কাজে ব্যবহৃত হচ্ছে এবং ফুটপাত দখল করার জন্য প্রতিনিয়ত এ রোডে যানজটের সৃষ্টি হতো। এ জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যৎতেও অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল