• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাংগাইলে আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল নির্মাণ করা হোক।

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮  

টাংগাইল এবং বাংলাদেশের গৌরব "বঙ্গবন্ধু বহুমুখী সেতু" এই সেতুটি হওয়াতে অত্র এলাকার উপর দিয়ে উত্তর বঙ্গের লক্ষ্যাধিক গাড়ীতে প্রায় ৩৬ টি জেলার লক্ষ-লক্ষ মানুষ সহ দেশ বিদেশের এবং সারা বাংলাদেশের মানুষ এই অঞ্চল দিয়ে সরাসরি চলাচল করছে। 

 

ইতোমধ্যে বাংলাদেশের মেঘা প্রজেক্ট "এশিয়ান হাই ওয়ে"র কাজ পুরোদমে শুরু হয়ে গেছে।একদিকে টাংগাইলের " বঙ্গবন্ধু বহুমুখী যমুনা সেতু"র উত্তর-পূর্ব দিক দিয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগ থেকে ভারতের পূর্ব অঞ্চল সাতকন্যা সহ আসাম পর্ন্তন্ত যাবে এই হাই-ওয়ে।অন্যদিকে ঢাকা থেকে চট্রগাম হয়ে মিয়ানমার. চীন.ভিয়েতনাম.তাইওয়ান.থাইল্যান্ড.হংকং ইন্দোনেশিয়া সহ তথা পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত হবে।বর্তমানে টাংগাইলে আন্তর্জাতিক মানের কোনো বাসস্ট্যান্ড গড়ে উঠেনি তাই টাঙ্গাইলের ভৌগলিকগত অবস্হানের দিকে বিবেচনা করলে টাঙ্গাইলে একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল নির্মাণ করা বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে ।

 

টাংগাইল সদর বিশ্বাস বেতকার মুন্সীপাড়ার পূ্র্বপাশে শত শত একর সরকারী খাসভূমি গোড়াই নদীতে জলচর হয়ে পড়ে আছে। বর্তমানে এই গোড়াই নদীর পূর্বপাশ সংলগ্ন দিয়েই ঢাকা-টাঙ্গাইল ছয় লেনের "মহা সড়ক" অবস্হিত। উক্ত পরিত্যক্ত বিশাল ভূমি সরকারীভাবে উদ্ধার ও সংরক্ষণ করে একটি আন্তর্জাতিক মানের বাসস্ট্যান্ড নির্মাণ করা সম্ভব।

 

এতে পুরো বাংলাদেশ সহ আন্তঃবিশ্বের চলাচলকারী মানুষ উপকৃত হবে পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে।আশা রাখি উক্ত বিষয়টির ব্যাপারে টাংগাইলবাসী সহমত পোষণ করবেন।

টাংগাইলের প্রশাসন এবং জনগণের সম্মিলিত উদ্যোগে ও প্রচেষ্টায় একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল গড়ে তোলা সম্ভব। টাঙ্গাইলের উন্নয়নকামী প্রশাসন ও জনগণ এ ব্যাপারে সুদৃষ্টি প্রদান করবেন।

লেখক: দেলোয়ার হোসেন বাবন

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল