• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঝিনাগাতির পাহাড়ে রবিশস্যের অপার সম্ভাবনা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতী। এ উপজেলার গারো পাহাড়ে রবিশস্য চাষে দেখা দিয়েছে অপার সম্ভাবনা।

 

পাহাড়ের অসংখ্য কৃষক শীতকালীন আগাম ও রবিশস্য চাষ করে স্বাবলম্বী। এবার ২৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষ হয়েছে। ভরা মৌসুমে যা দাঁড়াবে ১০৫০ হেক্টর।

 

সরেজমিনে দেখা গেছে, পাহাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে শুধুই সবজি আর সবজি। কাকরুল, শিম, লাউ, মুলা, করলা, শশা, লালশাক, বরবটি, বেগুনসহ সবুজ সব সবজি। আর এসব সবজির পরিচর্যায় ব্যস্ততার শেষ নেই কৃষকের। আগাছা পরিষ্কার করা, ক্ষেত থেকে তুলে সড়কের পাশে স্তুপ ককরা। সেখান থেকে পাইকারের কাছে কিংবা বাজারে বিক্রি করা। এসব সবজিই আবার উন্নত মোড়কজাত করে পিকআপে করে এসব সবজি চলে যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়, রফতানি হচ্ছে বিদেশেও।

 

নলকুড়া ইউপির সন্ধ্যাকুড়া গ্রামের কৃষক মো. বাদশা মিয়া বলেন, এবার আগেভাগেই শীতের সবজি চাষ করেছি। সময়ও কম লাগে, সেচ-সার-পরিচর্যায় খরচও কম হয়। ফলন ভালো হওয়ায় দামও ভালো পেয়েছি।

 

পাহাড়ে সবজি চাষ করে স্বামলম্বী হয়েছেন নারীরাও। তাদেরই একজন সুফিয়া বেগম। তিনি বলেন, কিছুদিন আগে কাজ ছিল না। পরিবার নিয়ে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন সবজি ক্ষেতে কাজ পেয়ে স্বামী-সন্তান নিয়ে দু’মুঠো খেতে পারছি। আমার মতো অনেকেই সবজি ক্ষেতে কাজ করে আয়ের মুখ দেখেছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, গাড়ো পাহাড়ের অসংখ্য নারী-পুরুষ সবজি চাষ করে জীবিকা নির্বাহ করেন। তাদের বিভিন্ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় পরামর্শ সার-বীজ সরবরাহ করা হচ্ছে। অস্বচ্ছল কৃষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। নিজেদের প্রয়োজন মিটিয়ে এ উপজেলার সবজি দেশ-বিদেশে পাঠানো হচ্ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল