• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুরে ২৫০ কর্মহীন পরিবার পেল ‘পাশে আছি’ সংগঠনের ঈদ উপহার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ মে ২০২১  


লকডাউনে রেলযোগাযোগ বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ২৫০টি অসহায় পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে জামালপুরের এসএসসি ব্যাচ-২০০১ এর সংগঠন ‘পাশে আছি’। ১০ মে বিকেলে জামালপুর রেলস্টেশনে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

করোনার কারণে চলমান লকডাউন পরিস্থিতিতে রেলযোগাযোগ বন্ধ থাকায় জামালপুর রেলস্টেশনের কুলি শ্রমিকসহ রেলস্টেশনকে ঘিরে বিভিন্ন শ্রম খেটে খাওয়া পরিবারগুলো কর্মহীন হয়ে পড়েছে। ঈদকে সামনে রেখে তাদের পাশে দাঁড়ায় জামালপুরের এসএসসি ব্যাচ-২০০১ এর সংগঠন ‘পাশে আছি’। সংগঠনটির সদস্যরা নিজেদের অর্থায়নে ১০ মে বিকেলে জামালপুর রেলস্টেশন প্লাটফরমে কর্মহীন অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে। প্রতিটি পরিবারকে দেওয়া ব্যাগে পাঁচ কেজি করে চালসহ আলু, ডাল, তেল, চিনি, লবণ, পেঁয়াজ, লাচ্ছা সেমাই, গুঁড়া দুধ, সাবান ও মাস্ক রয়েছে।

ঈদ উপহার সামগ্রী বিতরণে অংশ নেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আজাদ মোল্লা, জামালপুর রেলস্টেশন মাস্টার আসাদ উয জামান এবং পাশে আশি সংগঠনের আহ্বায়ক মৎস্য কর্মকর্তা সিরাজ উস সালেহীন, সদস্য ডা. স্বাগত সাহা, সহকারী স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তমাল বোস, মিজানুর রহমান, অপূর্ব দেব, মাজহারুল হক বাবু, ইমরুল হাসান রাজু, জিহাদুল আকবর, আরিফুজ্জামান, রাসেল মাহমুদ ও খন্দকার শওকত আলী প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল