• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জামালপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ মার্চ ২০২১  

সারাদেশের ন্যায় জামালপুরে ৭মার্চ  উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন  করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

 

জেলা-উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে। এ ছাড়াও জাতীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণটি ডিজিটাল পর্দায় প্রচার করা হয়। 

 

জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সভাপতি এডভোকেট বাকিবিল্লাহ, সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি

 

দিবসটির কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় শহীদ মিনার চত্বরে মেলান্দহ প্রশাসন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অফিসার ইনচার্জ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার সৈয়দ হারুনুর রশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল করিম, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামিন, সহকারি কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ চেয়ারম্যান, সম্পাদক মো. জিন্নাহ্,বিআরডিবি চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ওসি তদন্ত আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এর আগে মির্জা আজম অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম আকন্দ ও আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহাম্মেদ, প্রচার সম্পাদক জাফর আলী মিষ্টি, দপ্তর সম্পাদক আনিসুর ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী জুয়েল, মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজনীন বেগম, সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ রিতু, উপজেলা যুবলীগের যুগ্মআহŸায়ক মামুনুর রশিদ মামুন, সেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মোহাম্মদ লিটু, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি সুলতানা খাতুন, ছাত্রলীগের আহŸায়ক মাফুজুর রহমান মাফুজ প্রমুখ।  

 

মাদারগঞ্জে ৭মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, ওসি মাহবুবুল হক, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ। এ ছাড়াও ইসলামপু, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি ও বকশীগঞ্জে অনুরুপ কর্মসুচি পালিত হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল