• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জাতীয় পত্রিকার ওয়েবসাইট নকল করার কারিগর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮  

জাতীয় পত্রিকার ওয়েবসাইট নকল করার কারিগর

জাতীয় পত্রিকার ওয়েবসাইট নকল করার কারিগর

বিভিন্ন জাতীয় পত্রিকার ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন র‍্যাব-২–এর পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকী।

সেই নকল ওয়েবসাইটে ভুয়া তথ্য দিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করে তা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আসছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিবিসি বাংলা, প্রথম আলোসহ দেশি-বিদেশি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের পেজ তৈরি করে ভুয়া খবর প্রকাশ করছে মহলটি।

অনুসন্ধানে জানা যায়, কিছু কুচক্রী মহল বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করা ও রাষ্ট্রীয় স্পর্শকাতর বিষয় নিয়ে প্রতিবেদন প্রচার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরি করে সরকারবিরোধী প্রচার–প্রচারণা, বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যক্তিগত বিষোদ্‌গারের মাধ্যম হিসেবে বিভিন্ন দেশি ও বিদেশি সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণকে বেছে নিয়েছে, যা মূলত সাইবার ক্রাইম।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল