• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জাতীয় ঐক্যফ্রন্ট ত্যাগ করতে ড. কামালকে আ ব ম মোস্তফা আমিনের চিঠি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৮  

জাতীয় ঐক্যফ্রন্ট ত্যাগ করতে ড. কামালকে আ ব ম মোস্তফা আমিনের চিঠি

জাতীয় ঐক্যফ্রন্ট ত্যাগ করতে ড. কামালকে আ ব ম মোস্তফা আমিনের চিঠি

দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপিকে বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করার কথা থাকলেও কৌশলে বিএনপি সেই ঐক্যে যোগ দিয়ে প্রাধান্য বিস্তার করছে। এমন অভিযোগ ও বাস্তবতাকে আমলে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বের হয়ে যাচ্ছেন ফরোয়ার্ড পার্টির চেয়ারম্যান ও জাতীয় ঐক্যফ্রন্টের সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিন। জানা গেছে, জোট ছাড়ার কারণ জানিয়ে এরইমধ্যে তিনি ড. কামালকে চিঠিও দিয়েছেন।

৬ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জোটের সমাবেশে বিএনপি-জামায়াত কর্মীদের গণজমায়েত দেখে এবং ঐক্যফ্রন্টকে নিয়ে বিএনপির ফায়দা হাসিলের চেষ্টার প্রেক্ষিতে ফরোয়ার্ড পার্টির চেয়ারম্যান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে একটি গোপন সূত্র নিশ্চিত করেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, গণফোরাম সভাপতি ও ঐক্যের নেতা ড. কামালকে দেয়া চিঠিতে আ ব ম মোস্তফা আমিন ফ্রন্ট থেকে বের হওয়ার পেছনে যেসব কারণ দেখিয়েছেন সেগুলোর মধ্যে অন্যতম হলো- জাতীয় ঐক্য প্রধান দুই বিরোধী দলের বাইরে হওয়ার কথা থাকলেও তা মানা হয়নি। প্রথম অবস্থায় বিএনপি জামায়াতের বাইরে নিজেদের অবস্থান স্পষ্ট করলেও ধীরে ধীরে জোট গঠনের পরে জামায়াতকে সঙ্গে নিয়ে কাজ করছে ঐক্যফ্রন্ট। ফলে একটি সুবিধাভোগী দলের সঙ্গে অন্তত জাতীয় ঐক্যের মতো একটি বৃহত্তর প্লাটফর্মে দাঁড়ালে রাজনৈতিক ইমেজের ব্যাপক ক্ষতি হবে। ওই চিঠিতে রাজনীতির মাঠে সবচেয়ে ধরাশায়ী ব্যারিস্টার মইনুলের প্রসঙ্গও উল্লেখ করেছেন মোস্তফা আমিন। মোস্তফা আমিনের মতে, কেবল বিএনপি-জামায়াতের কারণে তিনি রাজনৈতিকভাবে এতোটা ধরাশায়ী অবস্থায় আছেন ব্যারিস্টার মইনুল। বিএনপির সঙ্গে ঐক্যে থাকা মানে অদূর ভবিষ্যতে ব্যারিস্টার মইনুলের মতো জটিলতায় পড়তে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরোয়ার্ড পার্টির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, মোস্তফা আমিন ভাই পার্টির মঙ্গলের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যখন জাতীয় এক্যফ্রন্টে যোগ দেয়ার সম্মতি প্রকাশ করেছিলেন তখন প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে ছোট ছোট দলগুলোকে নিয়ে ঐক্য গড়ে তোলার কথা ছিলো। কিন্তু ড. কামাল ক্রমেই তার জায়গা থেকে সরে এসেছে। এখন তিনি যেখানে অবস্থান করছেন সেখানে কেবল স্বার্থপর রাজনীতিকরাই অবস্থান করতে পারেন। সুতরাং রাজনীতির নীতিগত অবস্থান ধরে রাখতে মোস্তফা আমিন ভাই ঐক্য থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে এ বিষয়ে বিস্তারিত জানতে ফরোয়ার্ড পার্টির চেয়ারম্যান আ ব ম মোস্তফা আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল