• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জাতির সমৃদ্ধির জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম: কৃষিমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জীবনে শিক্ষা খুব গুরত্বপূর্ণ বিষয়। শিক্ষার হার বেশি না হলে জাতিগতভাবে পিছিয়ে থাকতে হয়। একটি জাতি সমৃদ্ধশালী হওয়ার জন্য শিক্ষার গুরত্ব অপরিসীম।

 

রোববার দুপুরের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাদিমধল্যা এলাকার ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের দশম বর্ষপূর্তি উৎসব ও সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এরইমধ্যে ধান ও চালের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে তিনি বলেন, ইভিএমে নির্বাচন হলে ভোট সুষ্ঠু হবে। ভোট দেয়ার মালিক জনগণ। কাকে নির্বাচিত করবেন সে সিদ্ধান্ত তাদের। কিন্তু দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের এ ব্যাপারে শঙ্কা রয়েছে। তারা চায় না ইভিএমে ভোট হোক।

 

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ আসনের এমপি একাব্বর হোসেন, টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলাম, মির্জাপুরের ইউএনও আব্দুল মালেক, অধ্যক্ষ মৃনাল ক্রান্তি প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি মো. আহাদুজ্জামান মিয়া, মির্জাপুর পৌরসভার মেয়র শাহাদত হোসেন সুমন, ড. আয়েশা রাজিয়া খোন্দকার ও শিক্ষক-শিক্ষার্থীরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল