• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হলেই জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ মার্চ ২০২০  

রাজধানী ঢাকার বারিধারা এলাকায় দুই ব্যক্তি জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে মোটরবাইক নিয়ে বের হওয়ায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 

শনিবার ডিএনসিসির ১০টি অঞ্চলের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের  জরিমানা করে। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী এ জরিমানা করা হয়।

 

করোনাভাইরাস সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণসহ সামাজিক দুরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের প্রতিটিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করা হয়েছে।

 

শনিবার ডিএনসিসির ১০টি অঞ্চলের মধ্যে ৯টি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা ও দণ্ড (জেল/জরিমানা) প্রদানের ঘটনা খুব বেশি দেখা যায়নি।

 

ডিএনসিসি ও সেনাবাহিনীর যৌথ টহল ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে। জনগণকে ঘরে অবস্থান করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল