• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জনসচেতনতায় ভূঞাপুরে পুলিশের পথসভা, মাস্ক বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

বৈশ্বিক মহামারি কারোনাভাইরাসের প্রকোপ দেশে অনেকটা কমে গিয়েছিল। তবে গত কয়েক দিন ধরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনক। এই অবস্থায় আবার জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানাতে উদ্যোগ নিয়েছে সরকার।
এরঅংশ হিসেবে আজ রবিবার (২১ মার্চ) থেকে সারাদেশে মাঠে নেমেছে পুলিশ। ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী শুরু করেছে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি।
এরইধারাবাহিকতায় সারাদেশের মতো টাঙ্গাইলের ভূঞাপুরেও কর্মসূচি শুরু করেছে থানা পুলিশ। বিকালে পৌর শহরের থানা মোড়, কেন্দ্রীয় মসজিদ, বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ চত্বর ও পৌরসভাসহ গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক ব্যবহারকরণে জনসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে পথসভা করেছেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব।
শুধু তাই নয়, মাস্কও বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- থানা উপ-পরিদর্শক টিটু চৌধুরীসহ অন্যান্য পুলিশ সদস্যরা। ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান- করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ আবারো বেড়ে চলছে। তাই জনসাধারণদের মাঝে গণসচেতনতার বৃদ্ধির লক্ষ্যে সরকারের নির্দেশ মতে পথসভা ও মাস্ক বিতরণ করা হয়েছে। কর্মসূচি চলমান থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল