• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চীনের উপহার ৫ লাখ করোনার টিকা আসছে ১২ মে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ মে ২০২১  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, চীনের উপহারের ৫ লাখ কভিড টিকা ১২ মে দেশে আসছে। গতকাল তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

এ সময় যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আগামী শুক্রবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে কথা বলা হবে। 

এদিকে সম্প্রতি দেশে চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেওয়া হয়েছে। ফলে চীন থেকে স্বল্পতম সময়ের মধ্যে এ টিকা আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। 

গতকাল সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। এর আগে ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল