• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চালু হলো সেনাবাহিনী পরিচালিত কোয়ারান্টাইন সেন্টারের হটলাইন নম্বর

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

করোনা ভাইরাস থেকে সৃষ্ট মহামারী রোধে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দুটি কোয়ারান্টাইন সেন্টারের সাথে জনসাধরণের ফোনে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।

 

কর্মসূচীর অংশ হিসেবে বিদেশ হতে আগত যাত্রীদের প্রয়োজনীয় স্ক্রিনিংকরত: স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত ব্যক্তিবর্গকে বিমান বন্দরে প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। 

 

হস্তান্তরের পর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ সকল যাত্রীদের বিমান বন্দর হতে কোয়ারেন্টাইন সেন্টারে স্থানান্তর, প্রত্যেক ব্যাক্তির ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্ন, কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকালীন সময়ে আহার, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য আনুষাঙ্গিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে। 

 

এ কর্মসূচী বাস্তবায়নে সেনাবাহিনী প্রয়োজনে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়/সংস্থা/অধিদপ্তর/অন্যান্য বাহিনীর প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করবে।

 

আশকোনা ও উত্তরা দিয়াবাড়ী(সেক্টর-১৮) কোয়ারেন্টাইন সেন্টারে দুইটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। 

 

শুধুমাত্র প্রয়োজনে নিয়ন্ত্রণ কেন্দ্রের নিম্ন প্রদত্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে :

(আশকোনা হজ্জ ক্যাম্প — ০১৭৬৯০১৩৪২০, ০১৭৬৯০১৩৩৫০)

(উত্তরা দিয়াবাড়ী ক্যাম্প — ০১৭৬৯০১৩০৯০, ০১৭৬৯০১৩০৬২)। 

 

অযথা ফোন দিয়ে ঝামেলা সৃষ্টি না করার বিশেষ অনুরোধ করা হল।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল