• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:

চারদিনে ভোমরা বন্দরে দিয়ে এলো ৯৭১ মেট্রিক টন পেঁয়াজ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০  

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে মঙ্গলবার তিনটি ট্রাকে ৪৬ মেট্রিক টন পেঁয়াজ প্রবেশ করেছে। এ নিয়ে চারদিনে এ বন্দর দিয়ে ৪৩টি ট্রাকে ৯৭১ মেট্রিক টন পেঁয়াজ এলো।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম।

তিনি জানান, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত ছিল এমন ৪৩টি পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করেছে। তবে প্রায় এক সপ্তাহ আটকে থাকায় বেশিরভাগ পেঁয়াজই নষ্ট হয়ে গেছে।

এর আগে সোমবার ৪টি ট্রাকে ৯৬ মেট্রিক টন, রোববার ৫টি ট্রাকে ১০৮ মেট্রিক টন, শনিবার ৩১টি ট্রাকে ৭২১ মেট্রিক টন পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা বন্দরে প্রবেশ করে।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৯৭১ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দরে প্রবেশ করেছে। বস্তাবন্দি অবস্থায় পেঁয়াজগুলো ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল