• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:

চলতি সপ্তাহে বাজারে আসছে করোনার ওষুধ ‘রেমডেসিভির’

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ মে ২০২০  

পুরো বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতি ভাইরাস করোনা’র চিকিৎসায় কার্যকরী অ্যান্টি ভাইরাল ‘রেমডেসিভির’ ওষুধ চলতি সপ্তাহেই বাজারে আসছে। এর আগে গত ১ মে রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দেয় আমেরিকার দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

 

রেমডেসিভির ওষুধটি মূলত ইবোলার চিকিৎসায় ব্যবহার হয়েছিল। এটির প্রস্তুতকারক কোম্পানি গিলিয়েড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও'ডে জানান, আমরা এই সপ্তাহেই করোনা সংক্রমিত রোগীদের কাছে ওষুধটি পৌঁছে দিতে চাই। 

 

ডেন ও'ড ‘র বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, কোম্পানি প্রথম পদক্ষেপ হিসেবে এই মুহূর্তে প্রায় ১৫ লাখ রেমডেসিভিরের ভায়াল দান করার লক্ষ্যে উৎপাদন করছে। এর সবগুলোই সরকারের কাছে পৌঁছে দেয়া হবে। পরে জরুরি প্রয়োজন অনুযায়ী সারাদেশে সরবরাহ করবে সরকার। 

 

ডেন ও'ডে আরো বলেন, মানুষের এখন ওষুধ দরকার। আর আমরা নিশ্চিত করতে চাই যে, এই রোগীদের যেন ওষুধ সঠিক উপায়ে দেয়া হয়।

 

করোনাভাইরাসের পরীক্ষামূলক ওষুধ ‘রেমডেসিভির’ নিয়ে বেশ কিছুদিন ধরেই আশাব্যঞ্জক কথা শোনা গিয়েছিল। গত ২৯ এপ্রিল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পরীক্ষামূলক ওষুধ রেমডেসিভির নিয়ে আশার কথা জানিয়েছিলেন মার্কিন গবেষকেরা। 

 

এদিকে ‘রেমডেসিভির’ একটি ক্লিনিক্যাল ট্রায়ালে ৩০ শতাংশ দ্রুত রোগীর সেরে ওঠার প্রমাণ পাওয়া যায়। ওষুধটি বেশ কয়েকটি দেশে ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে থেকে করোনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসা হিসেবে ব্যবহার হচ্ছে। ওষুধটি করোনভাইরাস দ্বারা সৃষ্ট শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয়।

 

অন্যদিকে গত রোববার ‘রেমডেসিভির’ উৎপাদনে বাংলাদেশের ছয় কোম্পানিকে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। গত রোববার এ অনুমোদন দেন এর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান।

 

এ অনুমোদন পাওয়া ছয় কোম্পানি হলো- বেক্সিমকো, বিকন, এসকেএফ, ইনসেপ্টা, স্কয়ার ও হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল