• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চট্টগ্রাম নৌ বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯  

কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড অর্জন করেছে চট্টগ্রাম বন্দর। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৩০ লাখ ২ হাজার ৪২টি কনটেইনার হ্যান্ডলিং করে অতীতের রেকর্ড ভেঙেছে এ বন্দর। বন্দরের জেটি, পানগাঁও টার্মিনাল ও কমলাপুর কনটেইনার ডিপো মিলে কনটেইনার পরিবহন করা হয়। বন্দরে প্রতিদিন হ্যান্ডলিং হয় গড়ে ৮ হাজার কনটেইনার ।    চট্টগ্রাম বন্দরের একজন কর্মকর্তা জানান, বন্দর এক বছরে ৩০ লাখ কনটেইনার হ্যান্ডলিং করেছে। এটা বন্দরের ইতিহাসে মাইলফলক। খুব শিগগিরই বন্দরের চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। বন্দর সূত্র জানায়, ২০১৮ সালে চট্টগ্রাম বন্দর ২৯ লাখ ৩ হাজার কনটেইনার পরিবহন করে। ২০১৭ সালে তা ছিল ২৬ লাখ ৬৭ হাজার। ২০১৬ সালে হয়েছে ২৩ লাখ ৪৭ হাজার।  প্রতি বছর কনটেইনার পরিবহনে প্রবৃদ্ধির স্বীকৃতি আসে বৈশ্বিক ক্রম তালিকায়ও। গত আগস্টে লন্ডনভিত্তিক শিপিং-বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরোনো সংবাদমাধ্যম ‘লয়েডস লিস্ট’ প্রকাশিত তালিকায় চট্টগ্রাম বন্দর বিশ্বের ১০০ ব্যস্ত বন্দরের মধ্যে ৬৪তম হিসেবে স্থান পায়। এক বছরের ব্যবধানে ছয় ধাপ এগিয়ে যায় চট্টগ্রাম বন্দর।  চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম বলেন, এটা অনেক বড় অর্জন। চট্টগ্রাম বন্দরকে এই অগ্রযাত্রা ধরে রাখতে হবে। একই সঙ্গে বন্দরের সক্ষমতা বাড়ানোর কাজ অব্যাহত রাখতে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করতে হবে। 
আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল