• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে ১৩ একর জমিতে হাইটেক পার্ক, অভিনন্দন জানিয়ে র‍্যালি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

টাঙ্গাইলের ঘাটাইলে শেখ কামাল হাইটেক পার্ক বাস্তবায়নে জমির দলিল সম্পাদন হওয়ায় আনন্দ র‌্যালি করেছে ঘাটাইলবাসী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আজ ২৭ মার্চ (শনিবার) সকাল এগারটায় উপজেলা পরিষদ থেকে এই আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অবকাঠামো নির্মাণে অর্থ বরাদ্দসহ পরবর্তী পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোড় দাবী জানান।

র‌্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, পৌরসভার মেয়র শহিদুজ্জান খান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও সাবেক ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট শহিদুল ইসলাম, শুভসংঘ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি কাজী মাহমুদুল হাসান জাহান, সরকারি জিবিজি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল প্রমূখ।

র‌্যালিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয়।

জানা যায়, শেখ কামাল হাইটেক পার্ক স্থাপনের জন্য উপজেলার গৌরিশ্বর মৌজায় ১২ একর ৭৭ শতাংশ খাস জমি ১ লাখ এক হাজার টাকায় নামমাত্র মূল্যে দলিল সম্পাদনের কাজ  শেষ হয়েছে।

ইউএনও অঞ্জন কুমার সরকার বলেন, পার্কটি এলাকার প্রান্তিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং মানুষের জীবন-মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল