• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে হোম কোয়ারেন্টাইনে ১৩ প্রবাসী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

টাঙ্গাইলের ঘাটাইলে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন অন্তত ১৩ জন প্রবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডা. নুসরাত ঘাটাইল ডট কমকে এই তথ্য জানিয়েছেন।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডা. নুসরাত বলেন, এ পর্যন্ত সৌদি থেকে ২ জন ও মালেশিয়া থেকে ১ জনের স্বাস্থ্য পরীক্ষায় করোনা সনাক্ত না হওয়ায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়াও ইউএনও অফিসের হিসেব মতে বিদেশ ফেরত আরো ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


 
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হোম কোয়ারেন্টাইন না মানায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুই জন প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন উপজেলার গালা গ্রামের সৌদি ফেরত নাসির উদ্দিন মণ্ডল। আরেকজন হলেন উপজেলার ইলির চালা গ্রামের দুবাই ফেরত আ: কদ্দুছ (৪৫)। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার সরকার এ জরিমানা আদায় করেন। তাদেরকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছারাও আরও অন্তত দুইজন বিদেশ ফেরত প্রবাসীকে সতর্ক করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল