• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে সামাজিক বনায়নে উপকার ভোগীদের মাঝে চেক বিতরন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে  টাঙ্গাইলের  ঘাটাইলের ধলাপাড়া  রেঞ্জের আওতায় একশত লাখ  টাকা সামাজিক বনায়ন উপকার ভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণের পরিকল্পনার লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ১৭ই মার্চ ২০২০ মুজিব বর্ষের প্রথম দিনে সামাজিক বনায়নের উপকার ভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।

 

গত মঙ্গলবার (১৭ মার্চ)  বিকেল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। এসময় খলিলুর রহমানকে ২ লাখ ২৫হাজার ৭শত ১৫টাকা,শাহিদা খাতুন ১লাখ ৯হাজার ২শত ১৫,হাতেম আলী ৫৪ হাজার ৪শত ৫০টাকা এবং সদর আলীকে ৬০হাজার ২শত ১০ উপকার ভোগীদের মাঝে  লভ্যাংশের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।   

 

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসানের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান,উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার,টাঙ্গাইল বন বিভাগের সহকারী বনসংরক্ষক মোহাম্মদ জামাল হোসেন তালুকদার,ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা এসএম হাবিবুল্লাহ । 

 

সরকারের যুগান্তকারী কয়েকটি প্রজেক্টের মধ্যে উল্লেখযোগ্য একটি প্রজেক্ট হচ্ছে স্থানীয় জনগনের সমন্বয়ে সামাজিক বনায়ন প্রজেক্ট।

 

সারা দেশব্যাপী সামাজিক বনায়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী আর্থিক ভাবে সুফল পাওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর আগ্রহ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। সামাজিক বনায়ন করে দরিদ্র জনগোষ্ঠী দ্রæত আর্থিক স্বচ্ছল হচ্ছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল