• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে শরীফ জর্দা কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১১ মে ২০২১  

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার রৌহা গ্রামের শরীফ পাতি জর্দা কারখানায় ভেজাল জর্দা তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ মে) দুপুরে ঘাটাইলের সহকারী কমিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারজানা ইয়ামিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন।

এরআগে গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব-১২’র সিপিসি-৩’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতেৃত্বে একদল র‍্যাব সদস্য ঘাটাইলের রৌহা গ্রামের ওই কারখানায় অভিযান চালায়।

অভিযানকালে শরীফ পাতি জর্দা তৈরির আড়ালে ভেজাল জর্দা তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় কারখানার মালিক ওই গ্রামের মো. আমজাদ আলীর ছেলে মো. আ. কাদির (৬০) ঘটনার সত্যতা স্বীকার করেন।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থাপন করলে আদালতের বিচারক মো. আ. কাদিরকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারজানা ইয়ামিন জানান, ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় মো. আ. কাদিরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল