• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে রাতের আধারে উধাও অবৈধ সিসা কারখানা, জমির মালিককে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০  

টাঙ্গাইলের ঘাটাইলে প্রশাসন অভিযান চালাবে খবর পেয়ে রাতের আধারে পালিয়ে গিয়েছে সিসা কারখানার মালিক এবং শ্রমিক। তাদের বাড়ি গাইবান্ধা গোবিন্ধগঞ্জ গ্রামে।

এ সময় জমির মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।

 
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের দক্ষিন আশারিয়া চালা গ্রামে।

জানা যায়, গত ৬ সেপ্টেম্বর তারিখ থেকে ঘাটাইলের আশারিয়া চালা এলাকায় হাজী মুনসুর আহমেদের জায়গা ভাড়া নিয়ে পুরনো ব্যাটারী থেকে সিসা তৈরী কারখানা তৈরী করেন।

আজ শনিবার সকাল ৮.৩০ মিনিট উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার ধলাপাড়া বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা ঘাটাইল থানা পুলিশ বাহিনী নিয়ে সিসা তৈরী কারখানায় অভিযান পরিচালনা করতে গেলে তাদেরকে না পেয়ে জমির মালিক মুনসুর আহমেদকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় সিসা তৈরীর সমস্ত সরঞ্জাম জব্দ করে নিয়ে আসেন।

এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার জানান, আমরা সিসা তৈরী সমস্ত সরঞ্জাম জব্দ করেছি। সেগুলো ধলাপাড়া বন রেঞ্জ কর্মকর্তার কাছে রাখা হয়েছে। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নিকট রিপোর্ট পাঠিয়ে দিয়েছি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল