• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী নিয়ে ভাইস চেয়ারম্যান কাজী আরজু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সারাদেশে সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম, রাস্তায় যানচলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জরুরী কোন কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার জন্য বিশেষ ভাবে সর্তক করা হয়েছে। 

 

রাস্তাঘাটে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করে প্রচার করা হচ্ছে রাস্তায় বের না হওয়ার জন্য। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। হঠাৎ করেই নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। দিন মজুরদের সহযোগীতা করতেই  টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজুর  বক্তিগত উদ্দ্যোগে  ১ হাজার হত দরিদ্র  পরিবারগুলোর জন্য বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন ঘাটাইল উপজেলার ভাইস কাজী আরজু ।

 

আজ (২৯ মার্চ) রবিবার  দিনব্যাপী উপজেলার বিভিন্ন  ইউনিয়নের বিভিন্ন পৌরসভা  হতে দরিদ্র রিকশাচালক ও দিনমজুরদের বাড়ি  বাড়ি  গিয়ে চাল, ডাল, আলু পেয়াজ,সাবান,মাক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন। 

 

কাজী আরজু বলেন, প্রতি ইউনিয়নে এই পর্যায়ক্রমে চলবে । শুধু অনুরোধ অসহায় কেউ যেন বাদ না যায় । তারপরও কেউ যদি বাদ যায় দয়া করে আমার  সাথে যোগাযোগ করবেন। আমরা সকলে মিলে,সকলের সহযোগিতায় বর্তমান পরিস্থতি উত্তরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

 

অসহায় মানুষের খাদ্য সংকট হবেনা। আস্থা রাখুন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের পাশে আছে। এসময় উপস্থিত ছিলেন,ঘাটাইল পৌর সভার সাবেক কাউন্সিলর মোঃ মুনসুর আহমেদ, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ দুলাল উদ্দিন, ঘাটাইল  উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ অন্যরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল